আমাদের সম্পর্কে

sarwar

মো. তানভীর সারওয়ার, প্রতিষ্ঠাতা, বাঙালী ফুড

বাঙালী ফুড নিয়ে কিছু কথা

কোম্পানির নামঃ Bengalee Food (বেঙ্গলি ফুড)

প্রতিষ্ঠাঃ ১লা জানুয়ারী ২০২৩ ইং

প্রতিষ্ঠাতাঃ
১। মোঃ তানভীর সারোয়ার
২। পলাশ রায়

কোম্পানি মূলধনঃ
মাত্র ২০,০০০ (বিশ হাজার) টাকা বিনিয়োগ করে দুই জন তরুন উদ্যোক্তা মোঃ তানভীর সারোয়ার এবং পলাশ রায় ১লা জানুয়ারী ২০২৩ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন।

প্রধান পণ্যঃ খানদানী শাহী মসলা পাউডার
Bengalee Food তাদের উৎপাদিত পণ্য খানদানি শাহী মসলা পাউডার নিয়ে যাত্রা শুরু করেছে। Bengalee Food ফ্রেশ, ভালমানের পন্য তার সম্মানিত ক্রেতার নিকট পৌঁছে দিতে প্রতিশ্রুতি বধ্য।

বিভিন্ন পণ্য পরিসীমা:
আমাদের যাত্রা শুরু হয়েছে দেশে উৎপাদিত পণ্য নিয়ে । আমাদের পেজে যত পণ্য লিস্ট করা আছে সকল পণ্য আমাদের সরাসরি তত্ত্বাবধানে উৎপাদিত। Bengalee Food তার গ্রাহকদের প্রয়োজন মেটাতে দিন দিন তার পণ্যের তালিকা বৃদ্ধি করছে। বর্তমান সময়ে দেশি গাভীর দুধের ঘি, খানদানী শাহী মসলা পাউডার, ঘানি ভাঙ্গা সরিসার তেল, বিভিন্ন মশলা গুড়া, মধু, বালাচাও এবং বিভিন্ন মশলা এর পন্য তালিকায় রয়েছে।প্রতিদিন অনেক নতুন নতুন পন্য এই তালিকায় যুক্ত হচ্ছে।

সাফল্যের মুলমন্ত্র:
Bengalee Food এর সাফল্যের মূলে রয়েছে বিশ্বস্ততার সহিত নতুন নতুন ব্যতিক্রমী সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন।